
আমাদের ভারত, হুগলী, ৫ ডিসেম্বর: গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু হল একজনের। আহত ৩। ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার সালালপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম আরফান
আলী।
এদিন ওই ব্যক্তি তার দিদি ও দুই ভাগনাকে নিয়ে মোটর বাইকে করে আরামবাগের করুই এলাকায় যাচ্ছিলেন। ওই সময় শালালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে মোটরবাইকটি। তড়িঘড়ি এলাকার স্থানীয় লোকজন মিলে তাদের উদ্ধার করে ওই মোটরবাইক আরোহী ও তার দিদি ও দুই ভাগনাকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা চলাকালীন বাইক আরোহীর মৃত্যু হয়। আহত তিনজন আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।