পথ দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী শাবানা আজমি

আমাদের ভারত,১৮ জানুয়ারি:পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন কিংবদন্তী অভিনেত্রী শাবানা আজমি। মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ের কাছে ওই গাড়ি দুর্ঘটনা হয়েছে বলে জানা গেছে। তাতেই আহত হন অভিনেত্রী । শাবানা আজমিকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে এক্সপ্রেসওয়েতে একটি টোল প্লাজার সামনে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাকের সঙ্গে অভিনেত্রীর গাড়ির সংঘর্ষ হয়। গাড়িতে শাবানা আজমির পাশে তার স্বামীর জাবেদ আখতার ছিলেন। তবে জাভেদ আখতার বিশেষ জখম হননি বলে জানা গেছে।

নবি মুম্বাই এমজেএম হাসপাতালে শাবানা আজমিকে এই মুহূর্তে ভর্তি করা হয়েছে বলে খবর। ছবিতেই দেখা যাচ্ছে শাবানা আজমির গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো স্পষ্ট নয় ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে নাকি ট্রাকটিকে গাড়িটি পিছন থেকে এসে ধাক্কা মেরেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here