অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩০ নভেম্বর:
আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে পড়ল বালি বোঝাই ড্রাম্পার। সোমবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকের পাঁচকাহানিয়াতে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বালিবোঝাই ডাম্পারটি জামশোলা থেকে গোপীবল্লভপুরের দিকে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে উল্টে পড়ে। গাড়িটির মধ্যে চালক ও খালাসী ছিলেন। তবে কারও কোন ক্ষতি হয়নি। চালক ও খালাসি দুজনেই পলাতক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোপীবল্লভপুর থানার পুলিশ।