ট্রাফিক আইন মেনে বাইক চালালেই মিলছে ৫০০ গ্রাম পেঁয়াজ

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৫ ডিসেম্বর: ট্রাফিক আইন মেনে মোটর বাইক চালালেই মিলছে মহার্ঘ্য পেঁয়াজ। হেলমেট না পরে চালালে সতর্ক করে হাতে তুলে দেওয়া হচ্ছে গোলাপ ও চকোলেট। গত দুই দিন ধরে পুরুলিয়ার কাশীপুরে বিভিন্ন রাস্তায় এই ভাবেই জনসচেতন করার কাজ করল স্থানীয় যুবদের নিয়ে গড়ে তোলা একটি সংস্থা। রবিবার কাশীপুর থেকে বাঁকুড়া যাওয়ার রাস্তায় পঞ্চকোট রাজ হাই স্কুলের সামনে এবং স্থানীয় হাটতলা মোড়ে আদ্রা যাওয়ার রাস্তায় এই সচেতনতামূলক কর্মসূচি করল ওই সংস্থাটি।
    

ট্রাফিক মেনে চলাচলকারীদের পেঁয়াজ কেন? মানবিক আস্থা ফাউন্ডেশন নামের ওই সংস্থাটির সভাপতি বিশ্বরূপ চ্যাটার্জি বললেন, ‘এখন পেঁয়াজ বহুল চর্চিত। বাড়িতে হঠাত্‍ বেশি পরিমাণে পেঁয়াজ নিয়ে কেউ গেলে জিজ্ঞাসা করবেন সকলেই। আর কারণ হিসেবে ওই মোটর বাইক আরোহী জানাবেন যে ট্রাফিক মেনে হেলমেট পরে গাড়ি চালানোর উপহার পেয়েছেন। আর এতে তিনি শুধু নন পাড়া প্রতিবেশিরাও দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলে মোটর বাইক চালাবেন।’

   

ট্রাফিক আইন মেনে চলার জন্য প্রতিটি মোটর বাইক চালককেই উপহার হিসেবে ৫০০ গ্রাম করে পেঁয়াজ তুলে দেওয়া হয় ওই সংস্থার পক্ষ থেকে। এদিন অবশ্য তাদের এই কাজে সহযোগিতা করে কাশীপুর থানার পুলিশ। উদ্যোগী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এবার চালকদের সিট বেল্ট পরে গাড়ি চালানোর জন্য উত্‍সাহিত করা হবে। আয়োজিত হবে সচেতনতামূলক পদযাত্রা।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *