স্বামীর অবৈধ সম্পর্কের জের, শ্বাসরোধ করে গৃহবধূকে খুনের অভিযোগ, গ্রেফতার স্বামী

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৬ ডিসেম্বর: গলায় ফাঁস দিয়ে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি উত্তর ২৪ পরগণার অশোকনগর থানার উত্তর হাবড়া এলাকার। মৃত গৃহবধূর নাম লিপিকা ভৌমিক। দেহটি ময়না তদন্তের জন্য বারাসাত হাসপাতালে পাঠিয়েছে অশোকনগর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, উত্তর হাবড়ার বাসিন্দা ভবানী ভৌমিকের মেয়ে লিপিকা ভৌমিকের বছর আটেক আগে বিয়ে হয়। অশোকনগর সুকান্ত সরণি এলাকার শঙ্কু দে’র সঙ্গে তাঁর বিয়ে হয়। তাদের একটি ৬ বছরের সন্তানও রয়েছে।

লিপিকার পরিবারের লোকের অভিযোগ শঙ্কুদেবের প্রতিবেশী এক তরুণীর সঙ্গে অবৈধ সম্পর্ক আছে। তার জেরে অশান্তি লেগেই থাকত লিপিকার সঙ্গে। এই নিয়ে একাধিকবার অশান্তি চরমে ওঠে। স্বামীকে বাধা দিতে গেলেই শারীরিক ও মানসিকভাবে অত্যাচার চালাত বলে অভিযোগ। লিপিকার বাবা ভবানীবাবু বলেন, বৃহস্পতিবার টেলিফোনে খবর পান লিপিকা অসুস্থ, অশোকনগর হাসপাতালে ভর্তি। সেখানে গিয়ে জানতে পারেন, লিপিকা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

এরপর অশোকনগর থানা লিপিকার স্বামী শঙ্কু দে, দাদা বরুণ দে, বৌদি প্রিয়াঙ্কা দে ও আরএক দাদা তিমির বরণ দে, বৌদি মান্তু দে’র নামে অভিযোগ দায়ের করেন। ঘটনায় অভিযুক্ত লিপিকার স্বামী শঙ্কু দে’কে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ। বাকি অভিযুক্তরা পলাতক।
ঘটনার তদন্তে অশোকনগর থানার পুলিশ। শুক্রবার লিপিকার মৃতদেহ বারাসাতে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here