
সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ৪ ফেব্রুয়ারি: বিবাহ বহির্ভূত প্রেমে বাধা পেয়ে বন্ধুকে খুন করে পুলিশের হাতে ধরা পড়লো অভিযুক্ত।গতকাল তাকে গ্রেফতার করে পাত্রসায়ের থানার পুলিশ। পুলিশের জেরায় সে খুনের কথা কবুল করে। আজ তাকে আদালতে হাজির করানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস জানান, গত ১৮ জানুয়ারি পাত্রসায়ের থানার হাটকৃষ্ণনগরের বাসিন্দা পেশায় মাছ ব্যবসায়ী বিনোদ দলুই খুন হন। ঐদিন রাতে হাটকৃষ্ণ নগর বাজারের কাছে এক নির্জন স্হানে বিনোদের মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনায় সারা হাটকৃষ্ণ নগর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খুনের কিনারা করতে তদন্তে নামে পুলিশ। খুনের সমস্ত দিক বিবেচনা করে বিনোদের বাড়িতে যাতায়াত রয়েছে এমন ব্যক্তিই গৌতম মাঝিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।পুলিশের জেরায় সে তার কৃতকর্মের কথা স্বীকার করে।
ঘটনার বিবরণে জানা গেছে, বিনোদের স্ত্রী’র সাথে গৌতমের বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরী হয়।গৌতম মাঝে মাঝেই বিনোদের বাড়িতে রাত্রিবাস করতো। স্ত্রী ও গৌতমের গতিবিধি লক্ষ্য করে বিনোদ গৌতমকে তার বাড়িতে আসতে নিষেধ করে। স্ত্রীকেও যোগাযোগ করতে
দেয়নি। প্রেমে বাধা পেয়ে গৌতম বিনোদকে পৃথিবী থেকে সরিয়ে দেবার পরিকল্পনা করে।পরিকল্পনা অনুযায়ী গৌতম বিনোদকে ঘটনার দিন সন্ধ্যায় বাজারে আসার অনুরোধ করে।তাদের ঝামেলা মিটিয়ে নেবার প্রস্তাব দেয়। গৌতম বাজারে এলে বিনোদ তাকে বাজার সংলগ্ন নির্জন স্হানে ডেকে নিয়ে যায়। একা পেয়ে সে বিনোদের মাথায় লোহার রড নিয়ে আক্রমন করে। মৃত্যু নিশ্চিত করতে গলায় থাকা মাফলার দিয়ে শ্বাসরোধ করে পালিয়ে যায়।