মেদিনীপুরে আচার্য স্মরণ

আমাদের ভারত, মেদিনীপুর, ১ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের আচার্য্য স্মরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলে স্মরণ করা হয়েছে আচার্য্য জগদীশ চন্দ্র বসুকে। শনিবার তার জন্মদিনে প্রতিকৃতিতে মাল‍্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ ও স্মৃতিচারণের মধ্য দিয়ে স্মরণ করা হয় বিশ্ববরেণ্য ভারতীয় বিজ্ঞানীকে। আচার্য স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক সহ অন্যান্য শিক্ষক এবং স্কুলের  উপস্থিত ছাত্রছাত্রীরা। বিশ্বের বিজ্ঞান ক্ষেত্রে আচার্য জগদীশচন্দ্র বসুর অবদান এবং কীর্তি ছাত্র-ছাত্রীদের সামনে বর্ণনা করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here