নদিয়ায় ভিটেছাড়া করতে প্রতিবন্ধী ব্যক্তির ওপর অ্যাসিড হামলা, গ্রেপ্তার ১

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৩ ফেব্রুয়ারি:
এক মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী ব্যক্তির উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকদের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শান্তিপুর থানা অন্তর্গত ফুলিয়া জীবনানন্দ কলোনির ঘটনা।

জানা যায়, মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী জীবন বসাক ফুলিয়া রেল লাইনের ধারে একটা ছোট্ট কুঁড়ে ঘরে বসবাস করেন। নিজস্ব সম্বল বলতে এই ভিটে টুকুই আছে। আর এই ভিটে টুকুর ওপরে অনেকদিন ধরে নজর ছিল প্রতিবেশী বিশ্বজিৎ রায় ওরফে ভোলার, বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ছলেবলে কৌশলে ভোলা এবং তার দুই বন্ধু সুবীর বসাক এবং সুমিত বসাক বিভিন্ন সময়ে জীবন বসাকের বাড়িতে এসে মানসিক অত্যাচার করত বলে অভিযোগ। অত্যাচারের পরিমাণ এতই বেড়ে যায় যে তাকে রাস্তায় ফেলে মারধর করার মতন গুরুতর অভিযোগও আছে।

যখন কোনোভাবেই প্রতিবন্ধী জীবন বসাককে তাঁর ভিটে থেকে বেদখল করতে অসমর্থ হয় তখন গত মঙ্গলবার গভীর রাতে ভোলা রায় তার দুই বন্ধুকে নিয়ে জীবন বসাকের উপর অ্যাসিড হামলা চালায় বলে অভিযোগ। রাতের অন্ধকারে তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা জেগে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়।


ছবি: অভিযুক্ত সুবীর বসাক।

প্রতিবেশীদের সহায়তায় তাঁকে ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত ডাক্তার জানান, জীবনবাবুর পিঠে যে ক্ষতটা আছে সেটা অ্যাসিড জাতীয় কারণে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত সুবীর বসাক নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে শান্তিপুর থানা সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *