বিজেপিতে দায়িত্ব পেয়েই সক্রিয়! ফি কমানোর দাবিতে বেসরকারি স্কুলগুলিকে চিঠি দিলেন সব্যসাচী দত্ত

নীল বনিক,আমাদের ভারত, কলকাতা, ৭ জুন: বিজেপির রাজ্য কমিটিতে দায়িত্ব পেয়েই সক্রিয় হয়ে উঠলেন সব্যসাচী দত্ত। ফি মুকুবের দাবিতে সমস্ত বেসরকারি স্কুলকে চিঠি লিখলেন এই বিজেপি নেতা। রাজারহাট নিউটাউন বিধানসভার সব বেসরকারি স্কুলে ফি কমানোর অনুরোধ করে চিঠি দিলেন স্থানীয় বিধায়ক সব্যসাচী দত্ত।

লকডাউনে বেসরকারি স্কুলগুলির ফি কমানোর দাবি বিভিন্ন মহল থেকে উঠেছে। কলকাতায় বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল জিডি বিড়লাতে ফি কমানোর দাবিতে শনিবার থেকে অবিভাবকরা আন্দোলন শুরু করেছে। বলিগঞ্জের সাউথপয়েন্ট স্কুলের অবিভাকরাও জানিয়েছেন, স্কুলের ফি না কমালে তারাও আন্দোলন শুরু করবেন। এই অবস্থায় স্কুলের ফি কমানোর দাবিতে সরব হলেন বিজেপির রাজ্য কমিটির সম্পাদক সব্যসাচী দত্ত।

তিনি জানান, আমি আমার বিধানসভার মধ্যে পড়ে এমন সমস্ত বেসরকারি স্কুলকে ফি বৃদ্ধি না করার জন্য অনুরোধ করেছি। রাজারহাটে প্রচুর বেসরকারি ইংলিশ মিডায়াম স্কুল রয়েছে। এই অসময়ে তারা ফি বৃদ্ধি করলে নিশ্চিত ভাবে বিপদে পড়বে অবিভাবকরা। লকডাউনে বহু মানুষের হাতে কাজ নেই। এইসময় ফি বৃদ্ধি হলে অনেকে ছেলেমেয়ের পড়াশুনা চালাতে গিয়ে বিপদে পড়তে হবে। তাই আমি সমস্ত বেসরকারি স্কুলের কাছে অনুরোধ করেছি ফি বৃদ্ধি না করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *