ঘাটাল উৎসব ও শিশু মেলার উদ্বোধন করলেন অভিনেত্রী জুন মালিয়া

কুমারেশ রায়, অামাদের ভারত, মেদিনীপুর, ১৬ জানুয়ারি: শনিবার ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে ঘাটাল উৎসব ও শিশু মেলার উদ্বোধন হল। উদ্বোধন করেন বিশিষ্ট অভিনেত্রী জুন মালিয়া। তিনি বলেন, ২০২০ সালে করোনাতে আমরা অনেক মানুষকে হারিয়েছি। ২০২১ যেন ভাল কাটে। তিনি এই পরিস্থিতির মধ্যে ঘাটাল উৎসব ও শিশু মেলা এত সুন্দরভাবে সাজানোর জন্য মেলার উদ্যোক্তাদের অভিনন্দন জানান। এখানে এসে তার ভালো লাগছে বলে তিনি জানান।

ঘাটাল বিধানসভার বিধায়ক শঙ্কর দলুই বলেন, কঠিন পরিস্থিতির মধ্যে মেলা করতে হয়েছে। অনেকে চেষ্টা করেছিলেন যাতে মেলা না হয়। কিন্তু আমরা সমস্ত স্বাস্থ্যবিধি মেনে এই মেলা পরিচালনা করব। তিনি ঘাটালবাসীর কাছে বার্তা দেন কোভিড স্বাস্থ্যবিধি মেনে মেলায় আসার জন্য।উদ্বোধনের মঞ্চে ছিলেন ঘাটাল পুরসভার প্রশাসক বিভাস ঘোষ, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি সহ অন্যান্যরা।

উল্লেখ্য, আদালতের নির্দেশে জেলা প্রশাসনের বিধি অনুযায়ী ১০ দফা নির্দেশ জারি হয়েছে, কিভাবে মেলা পরিচালনা করতে হবে। সেই স্বাস্থ্যবিধি মেনে মেলা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। মেলায় বিকিকিনির জন্য এসেছে রকমারি স্টল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here