চোরাচালানকারীদের দৌরাত্ম্য আটকাতে সীমান্তবর্তী এলাকায় চলছে বাড়তি নাকা চেকিং

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৭ অক্টোবর:
সম্প্রতি মুর্শিদাবাদের ভারত–বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে এন আই এর তল্লাশি চালিয়ে আল কায়দা জঙ্গি সংগঠনের ৬ জনকে গ্রেপ্তার করে। এরপর নদিয়া, মুর্শিদাবাদ, মালদা সহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলিতে এনআইএ তল্লাশি যেমন শুরু করেছে তেমনই রাজ্য পুলিশের এসটিএফও তল্লাশি শুরু করেছে। আর পাশাপাশি এখন পুজোর সময়, পুজোকে কেন্দ্র করে উৎসবের মরসুমে সীমান্তবর্তী এলাকাগুলিতে অন্যান্য সময়ের তুলনায় প্রচুর অনুপ্রবেশ ঘটে। তাই যাতে বর্ডার সুরক্ষিত থাকে তার জন্য নদীয়ার বিভিন্ন থানায় বাড়তি সতর্কতা জারি হয়েছে। তারাও এখন থেকে সীমান্ত সংলগ্ন রাজ্য সড়ক বা রাস্তাগুলিতে বাড়তি নাকা চেকিং শুরু করেছে।

নদীয়া জেলার পুলিশ সূত্রে জানা গেছে, পুজোর সময় চোরাচালানকারী এবং অনুপ্রবেশের সংখ্যা তুলনামূলক বেশি বলে চোরাচালানকারীদের দৌরাত্ম্য এ সময় বেশি থাকে। তাই সেটা যাতে আটকানো যায় তার জন্য প্রত্যেকদিন সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জ, হাঁসখালি, তেহট্ট , চাপরা, করিমপুরে স্পেশাল তল্লাশি চালানো হচ্ছে। রাতেও চলছে জোরদার তল্লাশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *