রায়গঞ্জে রেশন দোকানে হানা অতিরিক্ত পুলিশ সুপারের

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২ মে: রেশন দোকানে সঠিকভাবে জিনিসপত্র সরবরাহে যাতে কোনও সমস্যা তৈরী না হয় তা খতিয়ে দেখতে আজ রেশন দোকানে আচমকা হানা দিলেন জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা।

আজ অতিরিক্ত জেলা পুলিশ সুপার নিকিতা ফনিনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রায়গঞ্জ ব্লক ও শহর এলাকার বেশ কয়েকটি রেশন দোকান গিয়ে দোকানদারের সঙ্গে কথা বলেন। অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফনিন জানিয়েছেন, রেশন দোকানগুলি সুপারভাইজ করতে এসেছিলেন। সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে রেশনের সামগ্রী সরবরাহ হয় সেবিষয়টিতে ডিলারকে বিশেষ গুরুত্ব দেবার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে প্রনববন্ধু লাহিড়ী নামে এক রেশন দোকানদার জানিয়েছেন, রাজ্যে জুড়ে যে ভাবে রেশন ডিলারদের ওপর আক্রমণ হচ্ছে তার ফলে রেশন ডিলাররা আতঙ্কিত। আজ জেলা পুলিশ প্রশাসন তাদের আশ্বস্ত করেছে যদি কোনও অসুবিধার মুখে পড়তে হয় তাহলে জেলা পুলিশ প্রশাসনকে জানানোর জন্য বলেছে। জেলা পুলিশ প্রশাসনের এই উদ্যোগে তাঁরা মনোবল ফিরে পাচ্ছে বলে জানান প্রনববন্ধুবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *