তৃণমূলে লাঞ্ছিত বঞ্চিতদের কংগ্রেস যোগ দেওয়ার আহ্বান অধীরের

সাথী দাস, পুরুলিয়া, ৫ ডিসেম্বর: তৃণমূলে লাঞ্ছিত বঞ্চিতদের দলে যোগ দেওয়ার আহ্বান জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। পুরুলিয়ার জয়পুরে দলীয় একটি জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, “আগামী দিনে রাজীব ব্যানার্জি তৃণমূল ছাড়ছে তার ইঙ্গিত দিচ্ছেন। আগামী দিনে তৃণমূল দল যে খণ্ডিত হচ্ছে তারই ইঙ্গিত দিচ্ছে। এই তৃণমূল ভাঙতে ভাঙতে তার অস্তিত্বই মিটে যাবে। ” এই প্রসঙ্গে বঞ্চিত তৃণমূল নেতা কর্মীদের কংগ্রেস দলে স্বাগত জানান তিনি। তিনি বলেন, ” যাঁরা মনে করবেন তৃণমূল দলে অপমানিত বঞ্চিত লাঞ্ছিত, তাঁদের জন্য কংগ্রেসের দরজা শুধু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নয় সারারাত খোলা থাকবে। কংগ্রেসে চলে আসুন আমরা সবাই মিলে বাংলা গড়ব। বিজেপি দল বাংলার মানুষের জন্য কিছু করতে পারবে না।”

এদিন জয়পুর বিধানসভা কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত একটি পদযাত্রায় অংশ নেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পদযাত্রা শেষে স্থানীয় আরবিবি স্কুল ময়দানে জনসভায় প্রধান বক্তা হিসেবে যোগ দেন তিনি। জেলা সভাপতি তথা বিধানসভার ডেপুটি বিরোধী দল নেতা নেপাল মাহাতো, প্রদেশ নেতা পার্থ প্রতিম ব্যানার্জি এবং রাজ্য ও জেলা নেতাদের সঙ্গে নিয়ে বক্তব্যে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তোপ দেগে সমালোচনা করেন অধীর। রাজ্য সরকারের ‘ দরজায় সরকার ‘ উদ্যোগকে ব্যঙ্গ করে বলেন, “ভোটের সময়েই সবাই দুয়ারে দুয়ারে যায়। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা ভোটে দাঁড়াই আমাদের থেকে বড়ো ভিখারি বাজারে খুঁজে পাবেন না। ভোট এলে না ডাকলেও আমরা দুয়ারে দুয়ারে যাবো।  ভোট পেরোলেই দিদি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই। ১০ বছর পর আবার দিদি এসেছে দুয়ারে দুয়ারে।”

উপস্থিত কংগ্রেস সমর্থক ও বাসিন্দাদের উদ্দেশ্যে অধীর চৌধুরী বলেন, “কাল থেকেই বিডিও অফিসে গিয়ে আপনারা নিজেদের দাবি দাওয়া আদায় করে নিন। নাহলে ঘেরাও করুন। এ সুযোগ ছাড়বেন না। দিদি এখন চাপে পড়েছে। ভোটে হারবে ভেবেছে। তাই, আপনাদের খাতির করতে চাইছে। ”

খানিকটা জয়পুর থেকেই ভোটের দামামা বাজিয়ে দলের কর্মীদের চাঙ্গা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বাম জোট অক্ষুন্ন রাখতে এদিন একটি শব্দও সমালোচনার জন্য খরচ করেননি কৌশলী অধীর। উল্টে তিনি বিজেপি ও তৃণমূলকে নিশানা করে আক্রমণ করেন। তিনি বলেন, “বিজেপি বলছে ভোট ভাগ হোক হিন্দু আর মুসলমানে, আর দিদি বলছেন ভোট ভাগ হোক বাঙালি আর অবাঙালিতে। মানুষের কথা ভাবছে কে? কংগ্রেস তাই দায়িত্ব পালন করার জন্য সর্ব স্তরের মানুষকে একসাথে চলার জন্য উদ্বুদ্ধ করছে। এই বাংলা থেকে দুটো অপশক্তি বিজেপি আর তৃণমূলকে উৎখাত করুন। আমরাই বাংলায় সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনব।” বললেন অধীর চৌধুরী।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here