
নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৮ ফেব্রুয়ারি: অমিত শাহের সঙ্গে মধ্যাহ্নভোজ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করলেন অধীর চৌধুরী। তিনি বলেন, আমি বলেছিলাম অমিত শাহের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী বৈঠক বাতিল করুক। কিন্তু মুখ্যমন্ত্রী তা করলেন না। দিল্লি যখন জ্বলছে তখন স্বরাষ্ট্রমন্ত্রী ওড়িশায়। আজ কয়েকদিন ধরে অমিত শাহ ওড়িশায় গিয়ে বসে আছেন।
অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীও ওড়িশায় চলেগিয়েছেন বলে শুক্রবার কলকাতায় জানালেন লোকসভার বিরোধী দলনেতা। পুরোপুরি রাজনৈতিক ভাবে দুজনের সেটিং রয়েছে বলে এদিন অভিযোগ করলেন অধীর চৌধুরী। বাংলার মুখ্যমন্ত্রী দিল্লির ঘটনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অমিত শাহর কাছে কোনও প্রশ্ন তোলেননি বলেই জানান তিনি। দুজনের মধ্যে সমঝোতার রাজনীতি মানুষ দেখতে পাচ্ছেন বলে জানান অধীর চৌধুরী।