উপনির্বাচনে হারের পরেও জোটে ভরসা রাখলেন অধীর চৌধুরী

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৮ নভেম্বর: হারের পরেও জোটের পক্ষেই সওয়াল করলেন অধীর চৌধুরী। বৃহস্পতিবার তিনি দিল্লিতে বলেন, হারের পরেও আমি ভবিষ্যতের কথা মাথায় রেখে জোটর কথা বলছি।

অধীর চৌধুরী বলেন, একদিনে কোনও কিছু হয় না। আর উপনির্বাচনে হারের পর জোটধর্ম বজায় রেখে মানুষের কাছে যেতে হবে। মানুষকে বোঝাতে হবে তৃণমূল ও বিজেপি মুদ্রার এপিঠ ওপিঠ। মানুষ সবটাই দেখছে। কেন্দ্র ও রাজ্যের অপশাসন মানুষ উপলব্ধি করতে পারছে। মানুষকে বোঝাতে হবে বিরোধী দলের ভূমিকা। তাহলেই মানুষ জোটের উপর আস্থা রাখবেন।

পাশাপাশি জোট বজায় রেখে মানুষের পাশে দাড়ালে ফের বাম, কংগ্রেস কর্মীরা ঘরে ফিরবেন। অনেক কর্মী শাসকের অত্যাচারে বিজেপিতে চলে গিয়েছিলেন। বামদের কর্মীরাও বিজেপিতে গিয়েছিলেন। জোটধর্ম বজায় রেখে লড়াই করলে ফের তারা ঘরে ফিরবেন বলে আশাপ্রকাশ করেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী। জোটধর্ম বজায় রাখলে ২০২১ এ তার সুফল মিলবে বলেও জানান তিনি। তিনটি বিধানসভার উপনির্বাচনে হারে হতাশ হবার করান দেখছেন না বহরমপুরের সাংসদ। তিনি বলেন, রাজনীতিতে হতাশার কিছু নেই। লড়াই করতে পারলেই তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে মানুষ রায় দেবেন বলে জানান বহরমপুরের সাংসদ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here