“তৃণমূল কংগ্রেস অন্তর্জলি যাত্রার পথে চলেছে”, বললেন অধীর চৌধুরী

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ ডিসেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস আজ অন্তর্জলি যাত্রার পথে চলেছে। প্রতিদিন তাদের দলেরই মন্ত্রী নেতারা এখন দলের বিরুদ্ধে বিদ্রোহ, ক্ষোভ এবং রোষ দেখাচ্ছেন। রায়গঞ্জে দলীয় এক কর্মসূচিতে যোগ দিতে এসে সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।

এদিকে আজ মেদিনীপুরের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে রক্ষক, বিজেপিকে ভক্ষক এবং কংগ্রেস দলকে তক্ষক বলে অভিহিত করা প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, সিআইডির কঙ্কাল ঘটনার তদন্তের দায়িত্বে ছিলেন। রাজ্য সরকার কেন সেই তদন্তে ব্যর্থ হল সেই প্রশ্নই তিনি তুলেছেন। তিনি বলেন, আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এখন অন্তর্জলি যাত্রার পথে চলেছে। তাঁর দলের নেতা মন্ত্রীরাই এখন বিক্ষোভ করছেন। মমতা ব্যানার্জির উচিত অন্যের দিকে আঙুল না তুলে নিজের দিকেই আঙুল তোলা। সেই সময় এসে গিয়েছে। মুখ্যমন্ত্রী বুদ্ধিমানের মত কাজ করতেন যদি তিনি নিজের আত্মসমালোচনা করে মানুষের কাছে ক্ষমা চেয়ে ভোট চাইতেন।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এও অভিযোগ করেন যে, মমতা বন্দ্যোপাধায়ই লাল কার্পেট বিছিয়ে হাতে গোলাপ ফুল দিয়ে এই রাজ্যে নিয়ে এসেছেন বিজেপিকে। বাংলায় বিজেপির পদার্পণ ঘটেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই। বিজেপির দালালি করতে গিয়ে বাংলার ধর্মনিরপেক্ষ দল কংগ্রেস ও বামফ্রন্টকে মস্তান দিয়ে পুলিশ দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। অধীর রঞ্জন চৌধুরীর দাবি, যে দল ভাঙানোর খেলা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দয়োপাধ্যায় খেলেছেন সেই দল ভাঙনের খেলার শিকার তিনি নিজেই হতে চলেছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here