রাজ্যে রেল ও সড়ক অবরোধ কর্মসূচি তুলে নিল আদিবাসী কুড়মি সমাজ

সাথী দাস, পুরুলিয়া, ১৯ সেপ্টেম্বর: রেল ও সড়ক অবরোধ কর্মসূচি তুলে নিল আদিবাসী কুড়মি সমাজ। আজ সংগঠনের এই সিদ্ধান্ত ও অবস্থানের কথা স্পষ্ট করলেন আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো। তিনি পুলিশ ও প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। অথচ, জল কামান, বিশাল পুলিশ দিয়ে যেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল পুলিশ। আমরা আপাতত অবরোধ কর্মসূচি এই রাজ্য থেকে তুলে নিলেও ঝাড়খণ্ড, ওড়িশা রাজ্যে যথারীতি পালন করব। আগামী ৩০ সেপ্টেম্বর মানবাজারে কেন্দ্রীয় কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।”

কলকাতা হাইকোর্ট এই আন্দোলনকে ‘বেআইনি’ ঘোষণা করে। কুড়মিদের আদিবাসী তালিকাভুক্ত করার দাবিতে আগে একাধিক বার আন্দোলনের পথে গিয়েছে কুড়মি সম্প্রদায়। এই অবরোধের জেরে দূরপাল্লা এবং লোকাল ট্রেন বাতিল হয়েছিল। সড়কপথেও যাতায়াত করতে পারেননি যাত্রীরা। ২০ সেপ্টেম্বর ফের আন্দোলন ঘোষণা হওয়ার পর এটা নিয়ে মামলা হয় হাইকোর্টে।

কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেন ‘পুরুলিয়া চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি’র জেলা সভাপতি গোবিন্দ মুখোপাধ্যায়। আজ হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এই কর্মসূচিকে বেআইনি ঘোষণা করে। অবরোধ মোকাবিলায় প্রয়োজনে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার কথা বলে আদালত। এর মধ্যেই আগেভাগে বুধবার ৭১টি ট্রেন বাতিল করার কথা জানায় দক্ষিণ-পূর্ব রেল। বেশ কিছু ট্রেন ঘুরপথে চালানোর কথা জানানো হয় নোটিশে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here