মাওবাদীদের শহিদ সপ্তাহে সর্তক প্রশাসন

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৪ ডিসেম্বর: মাওবাদীদের শহিদ সপ্তাহ উপলক্ষে জঙ্গলমহলে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে পুলিশ প্রশাসন। ২রা ডিসেম্বর থেকে মাওবাদীদের শহিদ সপ্তাহ শুরু হয়েছে। মাওবাদীদের সংগঠনের পক্ষ থেকে তাদের নিহত সদস্যদের স্মরণে প্রতিবছর ২রা ডিসেম্বর থেকে ৮ই ডিসেম্বর পর্যন্ত শহিদ সপ্তাহ পালন করা হয়। এই সময় তাদের মৃত নেতাকর্মীদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়ে থাকে মাওবাদীরা। এজন্য এরাজ্যের জঙ্গলমহলের ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় কড়া পুলিশি নজরদারি চালানো হচ্ছে।

ঝাড়খণ্ড রাজ্য সীমান্তবর্তী জামবনি ও বেলপাহাড়ি এবং ওড়িশা সীমান্ত এলাকার নয়াগ্রাম ও গোপীবল্লভপুরের প্রবেশপথগুলোতে রবিবার থেকে নাকা চেকিং শুরু হয়েছে। ওড়িশা ও ঝাড়খন্ড রাজ্যে যাতায়াতকারী যানবাহনগুলিতে চলছে পুলিশি তল্লাশি। সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর সঙ্গে মহিলা সিআরপিএফ বাহিনীও প্রতিবেশী দুই রাজ্যের সীমান্ত এলাকায় টহলদারি চালাচ্ছে। বর্তমানে জঙ্গল মহলে মাওবাদীদের সেরকম কোনো তৎপরতা না থাকলেও তাদের শহিদ সপ্তাহ কর্মসূচি উপলক্ষে পুলিশ প্রশাসন কোনো রকম ঝুঁকি নিতে রাজি নয়।

ঝাড়গ্রামের  অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) কুমার ভূষণ জানিয়েছেন, মাওবাদীদের শহিদ সপ্তাহ উপলক্ষে পুলিশ প্রশাসন জঙ্গলমহলের সমস্ত জায়গায় কড়া নিরাপত্তা তার বন্দোবস্ত করেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here