একুশটি সাঁওতাল পরিবারের উন্নয়নে উদ্যোগী প্রশাসন 

আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ মার্চ: বুধবার মেদিনীপুর সদর ব্লকের মনিদহ গ্রাম পঞ্চায়েতের আউশবান্ধি গ্রামের একুশটি সাঁওতাল পরিবারের উন্নয়নের জন্য তাদের সঙ্গে আলোচনায় বসেন পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসক প্রণব বিশ্বাস। ছিলেন সদর ব্লকের বিডিও এবং অন্যান্য সরকারি আধিকারিকরা। তারা ওই গ্রামের ষোল একর অকৃষি জমিকে কৃষি জমিতে রূপান্তরিত করার আশ্বাস দিয়েছেন।

আউশবাঁধি গ্রামের একুশটি সাঁওতাল পরিবারের উন্নয়নের লক্ষ্যে সরকারি পর্যায়ে আলোচনার জন্য উদ্যোগ নেন মনিদহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জন বেরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here