ঝাড়গ্রামে গরিবদের খাবার দিচ্ছে প্রশাসন

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩০ মার্চ: করোনার সংক্রমণ রুখতে দেশজুড়ে ঘোষিত লকডাউনের মধ্যে মানুষকে আইনের শাসন দিয়ে ঘরে আটকে রাখার পাশাপাশি তাদের অভাব অভিযোগেরও খোঁজ নিচ্ছে জেলা প্রশাসন। নয়াগ্রাম, সাঁকরাইল, বেলপাহাড়ি, লালগড় ও গোপীবল্লভপুর ১নং ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন অসহায় দরিদ্র মানুষদের বাড়িতে রান্নার জন্য চাল এবং শাকসবজি পৌঁছে দেওয়া হচ্ছে। বিশেষ করে লোধা শবর পরিবারগুলির প্রতি প্রশাসনের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। রবিবার থেকে অসহায় শবর পরিবার গুলিতে পৌঁছে দেওয়া হচ্ছে চাল ডাল শাকসবজি। প্রতিটি ব্লকের প্রশাসনিক আধিকারিক ও কর্মীদের নেতৃত্বে শবর পরিবারগুলির বাড়িতে নিত্যপ্রয়োজনীয় এইসব দ্রব্য পৌঁছে দেওয়া হচ্ছে। ব্লক প্রশাসনের সাহায্য পেয়ে তারা খুশি বলে জানিয়েছেন মদন শবর, রিনা শবর, কাঞ্চন শবর, ধীরেন শবর ও অন্যান্যরা।

জেলাশাসক আয়েশা রানি জানিয়েছেন, জেলার আটটি ব্লকের সর্বত্রই গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ব্লক প্রশাসন গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে সোমবার থেকে ঝাড়গ্রাম জেলা নাগরিক অধিকার সমিতি শহরের গরীব অসহায় এবং ভিক্ষুকদের খাদ্য সামগ্রী দেওয়া শুরু করেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here