গাইঘাটায় কিশোরীর বিয়ে রুখল প্রশাসন

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২ মার্চ: ব্যান্ডপার্টি বাজনা নিয়ে জল বুরানো সবে শেষ। একে একে প্যান্ডেলের লাইটগুলো জ্বলতে শুরু করেছে, অন্যদিকে চলছে রান্না। বাড়ি ভর্তি আত্মীয় ও প্রতিবেশীরা সকলেই বিয়ের আমেজে মেতে উঠেছে। হঠৎ ছন্দ পতন। বিয়ে বাড়িতে হাজির বিডিও অফিসার ও গাইঘাটা থানার পুলিশ। কারণ মেয়ের বয়স সবে ১৬ বছর। পরিবারের লোককে বুঝিয়ে বলাতে তারা লিখিত দেন ১৮ বছর না হলে মেয়ের বিয়ে দেবেন না।

উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার কালোপুর তিলির বাসিন্দা শিবু চন্দ্র গোলদারের ১৬ বছরের মেয়ের, বিয়ে হচ্ছিল চাঁদপাড়া সোনাটিকারি সুব্রত দাসের সঙ্গে। গোপন সূত্রে খবর পেয়ে, বিয়ে বাড়িতে হাজির হন প্রশাসনের লোকেরা। দীর্ঘক্ষণ পরিবারের সঙ্গে কথা বলেন এবং ১৮ বছর বয়সের নীচে মেয়ের বিয়ে দেওয়া যে অপরাধ, তাতে মেয়ের ক্ষতি হতে পারে সেগুলো বুঝিয়ে বলেন তারা। পরবর্তীতে মেয়ের বাবা শিবুচন্দ্র দাস লিখিত দেন যে মেয়ের ১৮ বছর না হলে বিয়ে দেবেন না। তিনি নিজের অপরাধ স্বীকার করে বলেন, সত্যি ভাল পাত্র পেয়ে সাত তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিতে গিয়ে ভুল করছিলাম। শুধু তাই নয় এমন ঘটনা যাতে কেউ না করেন তাও তিনি বার বার বলেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here