ডেঙ্গু নিয়ে বারাসাতে প্রশাসনিক বৈঠক

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২২ ফেব্রুয়ারি:
সামনেই পুরসভা ও তারপর বিধানসভা নির্বাচন। সেক্ষেত্রে বিরোধীরা ডেঙ্গুকে যাতে ইস্যু করতে না পারে সেকারণে তড়িঘড়ি ডেঙ্গু দমনে নামলো জেলা প্রশাসন। যুদ্ধকালীন তৎপরতায় ডেঙ্গুর মোকাবেলা করতে উত্তর ২৪ পরগনার পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে একটি আলোচনা হল বারাসতের রবীন্দ্রভবনে। এদিন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, গতবার ডেঙ্গু বড় আকার নিয়েছিল এই জেলায়। এবার যাতে তা দমন করা যায় তাই আগেভাগেই আমরা তার ব্যবস্থা গ্রহণ করতে চাই। জেলার বেশকিছু জায়গার উপর বিশেষ নজরদারি রেখে এবার এমন ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে ডেঙ্গুতে প্রাণহানী এড়ানো যায়।

প্রসঙ্গত, গতবার এই জেলার খাদ্যমন্ত্রীর বিধানসভা হাবড়ায় ডেঙ্গুর প্রভাব ও প্রাণহানীর সংখ্যা বেশি ছিল। এছাড়াও অশোকনগর, দেগঙ্গা, বারাসাত, দমদম, বাদুড়িয়া সহ বেশকয়েকটি জায়গায় প্রভাব ফেলেছিল ডেঙ্গু। যদিও সরকারের পক্ষথেকে ডেঙ্গুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলেছিল। তবে এবারে ডেঙ্গুর প্রতিকারে সরকারের আগেভাগে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ, যদিও এব্যাপারে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেন, এগুলো লোক দেখানো ছাড়া কিছুই না। সামনেই পৌরসভা ভোট, মানুষ বুঝে গিয়েছে এদের দিন শেষ হয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *