৬ বছর পর বাড়ছে কলকাতা মেট্রো রেলের ভাড়া

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২৬ নভেম্বর:
২০২০-র ফেব্রুয়ারি থেকেই নতুন হারে যাত্রী ভাড়া চালু হতে পারে ভারতীয় রেলের তরফে। তার আগেই যাত্রী ভাড়া বাড়ছে কলকাতা মেট্রোর। এর আগে ৭ নভেম্বর ২০১৩ সালে নতুন ভাড়া কার্যকর করা হয়েছিল।

সূত্রের খবর, পরিষেবা যেমনই হোক, ২০১৯-এ নতুন করে আবার সাজানো হচ্ছে কলকাতা মেট্রোর ভাড়া। যেটি কার্যকর হবে ৫ ডিসেম্বর।

নতুন ভাড়ার স্ল্যাবগুলো একই রাখা হয়েছে। তবে, নতুনসূচীতে দুরত্ব কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ, আগে যে টাকায় যে দূরত্ব যাওয়া যেত, এখন সেই টাকায় অনেক কম দূরত্ব যাওয়া যাবে।

এতদিন পর্যন্ত ৫ টাকায় ৫ কিলোমিটার যাওয়া যেত। এখন সেই দূরত্ব কমিয়ে ২ কিলোমিটার করে দেওয়া হল। এভাবেই পরবর্তী দূরত্বে ধাপে ধাপে ভাড়া বাড়ানো হচ্ছে।

প্রথম ২ কিমিতে ভাড়া ধার্য করা হয়েছে ৫ টাকা। ২ থেকে ৫ কিলোমিটার পর্যন্ত দূরত্বে ভাড়া ১০ টাকা। ৫ থেকে ১০ কিলোমিটার দূরত্বে ভাড়া হবে ১৫ টাকা। ১০ থেকে ২০ কিলোমিটার দূরত্বে ভাড়া ২০ টাকা হয়েছে। ২০ কিলোমিটার অধিক দূরত্বে ভাড়া হচ্ছে ২৫ টাকা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here