৬৯ দিন পর পুরুলিয়া স্টেশনে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১ জুন: করোনা আবহের মধ্যেই ৬৯ দিন পর পুরুলিয়া স্টেশনে চালু হল নিয়মিত এক্সপ্রেস ট্রেন পরিষেবা। যাত্রী নিয়ে আজ বেলা প্রায় দশটা কুড়ি নাগাদ পুরুলিয়া স্টেশনে আসে টাটানগর দানাপুর এক্সপ্রেস।

গত ২২ শে মার্চ পুরুলিয়ায় শেষ বার এসেছিল ভিল্লুপুরম পুরুলিয়া এক্সপ্রেস। লকডাউন শুরু হতেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় সারা দেশের সঙ্গে পুরুলিয়াতেও। দীর্ঘ দিন পর শিথিল হয় লকডাউন। তারপর নিয়মিত এক্সপ্রেস হিসেবে পুরুলিয়ায় এল টাটা দানাপুর এক্সপ্রেসটি। হাতে গোনা কয়েকজন যাত্রী নামে জেলা সদর এই স্টেশনে।

এদিন যাত্রীদের নিয়ম মেনে স্বাস্থ্য পরীক্ষা করা হয় পুরুলিয়া স্টেশনে। রেল সূত্রে জানা গেছে, এটি ছাড়াও আপাতত নতুন দিল্লি পুরী পুরুষোত্তম এক্সপ্রেস প্রত্যহ চলবে। তবে, নিশ্চিত আসন সংরক্ষণ ছাড়া এই ট্রেনগুলিতে সফর করা যাবে না। স্টেশনের অবাধ যাতায়াত অবশ্য বন্ধ রেখেছে রেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *