আর ৭ বছর পরেই হিন্দু রাষ্ট্র হবে ভারত,সেই সময় দেশকে নেতৃত্ব দেবে যোগী আদিত্যনাথ, ভবিষ্যদ্বাণী জ্যোতিষীর

আমাদের ভারত, ২৭ মার্চ:বর্তমান সময়ে দেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা যে সবার ওপরে তা বলাই বাহুল্য। তবে শুধু দেশ নয় বিশ্বের জনপ্রিয়তম রাষ্ট্রনেতা হিসেবেও নরেন্দ্র মোদীর নাম উঠে এসেছে। সোশ্যাল মিডিয়াতেও মোদীর ফ্যান ফলোয়ার যথেষ্ট ভালো। মোদীর নেতৃত্বেই বিজেপি ক্ষমতায় এসেছে। তবে বর্তমানে দেশের রাজনীতিতে আরেক বিজেপি নেতার নামও দ্রুত গতিতে উঠে আসছে। তিনি আর কেউ নন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

বর্তমানে অনেকেই মনে করছে যে নরেন্দ্র মোদীর পর ভারতের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে যান নাম সবচেয়ে উপরে রয়েছে তিনি হলেন যোগী আদিত্যনাথ। আর এবার এক জ্যোতিষীও তার নিজের ভবিষ্যত বাণীতে সেই সম্ভাবনাটাই উস্কে দিল। ২০১৪ ও ২০১৯ এর লোকসভা নির্বাচনের নরেন্দ্র মোদীর নেতৃত্বেই বিজেপি সরকার বিরাট জনসমর্থন নিয়ে জয়লাভ করেছে। ঠিক তেমনভাবেই সম্প্রতি যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি। যা উত্তর প্রদেশের ইতিহাসে বিরল। এরপর থেকেই মনে করা হচ্ছে নরেন্দ্র মোদীর পর কেউ যদি বিজেপি দলের ম্যাজিক ম্যান হন সেটা যোগী আদিত্যনাথ। জ্যোতিষ আচার্যের ডাঃ শিবু বাহাদুর তিওয়ারি যে দাবি করেছেন, সেটা রাজ্য রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তিনি বলেছেন, আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি দল জয়লাভ করবে এবং নরেন্দ্র মোদী পুনরায় প্রধানমন্ত্রী হবেন। শুধু তাই নয় ২০২৯ সাল পর্যন্ত অর্থাৎ দীর্ঘ ১৫ বছর ধরে মোদী প্রধানমন্ত্রীর আসনে বিরাজ করবেন। এর পরেই তিনি বিভিন্ন গ্রহ নক্ষত্র বিচার করে বলেন ২০২৯ সালে বিজেপি আবারও ক্ষমতায় আসবে, তবে সেবার নরেন্দ্র মোদীর হাত থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব তুলে নেবেন যোগী আদিত্যনাথ।

ডাঃ তিওয়ারি এও বলেন যে ভবিষ্যতে ভারত বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, যোগীর নেতৃত্বে ভারত নিজেকে হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবে। তবে তার করা এই সব সম্ভাবনা কতটা বাস্তবায়িত হবে সেদিকেই তাকিয়ে দেশের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *