দীর্ঘ তিনবছর মামলা চলার পর কিশোরী ধর্ষণে সুবিচার পেল নদিয়ার নির্যাতিতা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ জানুয়ারি: কিশোরীকে ধর্ষণ করার অপরাধে স্বপন বিশ্বাস নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল পসকো আদালত। বৃহস্পতিবার রানাঘাট পসকো আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক শুভদীপ মিত্র এই সাজা শোনান। পাশাপাশি নির্যাতিতার পরিবারকে সাড়ে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। ২০১৭ সালের মে মাসে শান্তিপুরে এক কিশোরীকে একা পেয়ে তার বাড়িতেই তাকে ধর্ষণ করে স্বপন বিশ্বাস নামে ওই ব্যক্তি। পরে মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়। দীর্ঘ প্রায় তিন বছর মামলা চলার পর এদিন এই রায় শোনান বিচারক।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here