দীর্ঘ অপেক্ষার পর দিঘায় ইলিশের দেখা মিললেও দাম আমজনতার নাগালের বাইরে

আমাদের ভারত, দিঘা, ১২ আগস্ট: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল এবার দিঘা মোহনার বাজারে। দিঘা মোহনার বাজারে দেখা মিলেছে ইলিশের। গত দু’দিন ধরেই ইলিশ এসেছে বাজারে। সাইজও বেশ ভালই। তবে দাম এখনো আমজনতার নাগালের বাইরে। গত দুদিনে বেশ কয়েকটি ট্রলার ফিরেছে ইলিশ বোঝাই করে সমুদ্র থেকে। সাতটি ট্রলার ইলিশ বোঝাই করে ফিরেছে দিঘা মোহনায়। সব মিলিয়ে গত দুদিনে প্রায় দেড় টন ইলিশ দিঘা মোহনার বাজারে এসেছে। তবে যা ইলিশ পড়েছে তাতে হয়তো চাহিদা মিটবে না সবার।

চাহিদার তুলনায় বেশি না হলেও আকারে ওজনে যথেষ্ঠ ভাল। এবারে আসা ইলিশের মধ্যে ৫০০- ১ কেজি ওজনের ইলিশ বেশ ভাল পরিমাণে উঠেছে দিঘার মৎসজীবীদের জালে। তবে চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় দামও যথেষ্ঠ আকাশ ছোঁয়া। ৫০০-৭০০ ওজনের ইলিশ বিক্রি হয়েছে ৭০০-৮০০ টাকা কেজি দরে। ৮০০- ১ কেজি ওজনের ইলিশ ১০০০-১২০০ টাকা কেজি। ১৫০০ কেজি ওজনের ইলিশ ২০০০-২২০০ দরে বিক্রি হয়েছে আজকের মোহনা বাজারে। তবে এবারের বর্ষার মরশুমে ইলিশ এর প্রায় দেখাই ছিল না। তাই ইলিশ ওঠায় খুশি মৎস্যজীবী থেকে ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *