প্রায় দেড় মাস পর গ্রীষ্মের ছুটি কাটিয়ে স্কুলের আঙ্গিনায় আবার ছাত্র-ছাত্রীরা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৭ জুন: প্রায় দেড় মাস পর রাজ্যজুড়ে গরমের ছুটির পর আজ সোমবার স্কুলের আঙিনায় ছাত্র ছাত্রীরা। মহামারি করোনার প্রভাবে প্রায় দু’বছর স্কুল বন্ধ থাকার পরে বিধিনিষেধ মেনে বেশ কিছুদিন স্কুলে পঠন পাঠন শুরু হয়েছিল। কিন্তু তারপর আবার প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে গরমের ছুটি কাটিয়ে আবার নতুন করে শুরু হয়েছে স্কুল। হইহই করে আবার আসতে শুরু করেছে বাচ্চারা স্কুলে। তবে রাজ্য সরকারের নিয়ম মেনে ও করোনাবিধি মেনেই স্কুল খোলার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো ঝাড়গ্রাম জেলার সমস্ত স্কুলে ছাত্র ছাত্রীরা আনন্দের সাথে উপস্থিত হয়েছে।

রোহিনী ডিকেএম স্কুলের প্রধান শিক্ষক গৌরাঙ্গ ঘোষ বলেন, করোনা আবহের জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে ছাত্র ছাত্রীদের জন্য। এমনকি এই দেড় মাস ছুটি থাকার ফলে পড়াশোনা প্রায় অনেকটাই পিছিয়ে গেছে। তবে আমরা আপ্রাণ চেষ্টা করে আবার সেই জায়গায় পৌঁছে দেবো স্কুলের ছাত্র ছাত্রীদের। স্যানিটাইজার দিয়ে ক্লাসরুম, বাথরুম এমনকি স্কুলের চারপাশ স্প্রে করা হয়েছে এবং পরিষ্কার করা হয়েছে। যাতে কোনো ছাত্রছাত্রীদের কোনো রকম অসুবিধা না হয় সেদিকেও আমাদের নজর রয়েছে। ওই স্কুলের ছাত্র ছাত্রীরা জানায় অনেকদিন পর আবার নতুন করে স্কুলে আসতে পারে খুব ভালো লাগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *