“একুশের বিধানসভা নির্বাচনের পর দিলীপবাবুর টিকির পাত্তা পাওয়া যাবে না”

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ নভেম্বর: একুশের বিধানসভা নির্বাচনের পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের টিকির পাত্তা পাওয়া যাবে না। উনি আমাদের নেতাদের জেলে পাঠাবেন বলেছেন, কিন্তু উনি ভেবেছেন কি, নিজে কোন জেলে থাকবেন? না আমরা ওনাকে জেলে পাঠাবো না, একুশের নির্বাচনের পর উনি নিজেই বাংলা ছেড়ে চলে যাবেন। দিলীপ ঘোষকে কটাক্ষ করে এই কথাগুলি বলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি। বৃহস্পতিবার ঘাটাল কলেজে তৃণমূল কংগ্রেসের ঘাটাল বিধানসভার বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হল। এই সম্মেলনে বক্তব্য রাখছিলেন অজিত বাবু। বিজেপিকে মৃত্যুর কারবারি বলে উল্লেখ করে জেলা সভাপতি বলেন, বিজেপি মৃত্যু ছাড়া কিছু বোঝে না। বাংলার মানুষ এর জবাব দেবে একুশের বিধানসভা নির্বাচনে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঁকুড়াতে নাটক করছেন বলে মন্তব্য করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী উপজাতি সম্প্রদায়ের বাড়িতে খেলেন তারপর তাকে ওরা আর চিনতে পারবে না। এ সব নাটক ছাড়া আর কি? উত্তর প্রদেশ হাথরসে দলিত তরুণীকে ধর্ষণ করে তার মৃতদেহ লোপাট করে দেওয়ার তীব্র সমালোচনা করে তিনি বলেন, এই হচ্ছে বিজেপি দল। ধ্বংস ছাড়া আর কিছু বোঝে না।

তৃণমূলের যুব কর্মীদের অজিত বাবু বলেন, আপনারা পোস্টারে লিখুন বিজেপি হইতে সাবধান। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প যে ভাবে হারতে বসেছে নরেন্দ্র মোদীর অবস্থাও একই রকম হবে। তৃণমূলের অন্যান্য নেতৃত্ব রাজ্যের উন্নয়নের খতিয়ান দিয়ে বলেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষ উপকৃত হয়েছেন এবং এর মধ্যে বেশকিছু প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। বিজয়া সম্মেলনীতে ছিলেন বিধায়ক দিনেন রায়, জেলা নেতৃত্ব বিকাশ ভুঁইঞা, জেলা যুব সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, ঘাটালের বিধায়ক শঙ্কর দলুই, ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজি, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অরুণ মন্ডল, শহর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সুদীপ মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব। বিজেপি সহ বিভিন্ন দল থেকে শতাধিক কর্মী এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে তৃণমূল নেতৃত্ব জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *