স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৮ জানুয়ারি: রামগঞ্জ হাইস্কুলের পর এবার ইসলামপুর ভদ্রকালী হাইস্কুলের ছাত্ররা ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা পেল। টাকা পাওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ডিজে বাজিয়ে উচ্ছাসে মাতল ছাত্ররা।
করোনা আবহের কারনে এখনও সারা দেশে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে পঠন পাঠন চালু রেখেছে। পশ্চিমবঙ্গে এধরনে অনলাইন পঠনপাঠন চলছে। এই রাজ্য বহু ছাত্রছাত্রীর আর্থিক সংকটের কারনে অনলাইনে পঠন পাঠন চালু রাখতে পারেনি। ফলে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা পড়াশুনায় পিছিয়ে পড়ছে। সামনে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা। উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীরা যাতে পিছিয়ে না পড়ে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ট্যাব দেবার কথা ঘোষনা করেন।
দ্বাদশ শ্রেণিতে পাঠরত প্রায় নয় লক্ষ ছাত্রছাত্রীকে এই ট্যাব দেবার কথা জানিয়েছিলেন। এই বিপুল পরিমান ট্যাব এক সঙ্গে না পাওয়ায় পরবর্তীতে রাজ্য সরকার ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা দেবার ঘোষনা করেন। ছাত্রছাত্রীদের একাউন্টে সেই টাকা আসে। টাকা হাতে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা। আজ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের ভদ্রকালী হাইস্কুলের ছাত্ররা তৃণমূল কংগ্রেস নিজস্ব গান মমতাদি আরেকবার বাজিয়ে রামগঞ্জ শহর পরিক্রমা করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি, টাকা পেয়ে ছাত্ররা আনন্দ করবে বলে তার কাছে অনুমতি চেয়েছিল। তিনি সেই অনুমতি দিয়েছেন। পরে জানতে পারেন একটি রাজনৈতিক দলের হয়ে প্রচার করেছে। এটা না হওয়াই বাঞ্চনীয় ছিল বলে তিনি জানান।