
আমাদের ভারত, আলিপুরদুয়ার, ১ জুন: দু’মাসেরও বেশি সময়ের পর ফের কলকাতার সঙ্গে ট্রেনে যুক্ত হচ্ছে উত্তরবঙ্গ। উত্তর-পূর্ব সীমান্ত রেল থেকে সোমবার প্রেস বিবৃতিতে জানানো হয়েছে শুরু হচ্ছে পদাতিক এক্সপ্রেসের চলাচল। এছাড়াও সোমবার আলিপুরদুয়ার থেকে শুরু হয়েছে দিল্লিগামী মহানন্দা এক্সপ্রেসের চলাচল। গৌহাটি থেকে চলা শুরু করছে দিল্লিগামী ব্রহ্মপুত্র মেল।রেলের এই সিদ্ধান্ত কতটা সময় উপযোগী হল তা হয়তো সময়ই বলবে। তবে এদিন রেল কর্তাদের উপস্থিতিতে রীতিমতো উৎসাহের সঙ্গে আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে ছাড়ে মহানন্দা লিংক এক্সপ্রেস। যাত্রী সংখ্যা ছিল নগণ্য। উপস্থিত ছিলেন ডিআরএম কে.এস জৈন।
উত্তরপূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দা বলেন, একটি জনশতাব্দী এক্সপ্রেস, ব্রহ্মপুত্র মেল, মহানন্দা লিংক এক্সপ্রেস আজ থেকেই যাত্রা শুরু করেছে। আগের নিয়মেই চলবে ট্রেনগুলি। আগামীকাল থেকে পদাতিক এক্সপ্রেস, ৩ জুন লোকমান্য তিলক এক্সপ্রেস, ৫ জুন কর্মভূমি এক্সপ্রেস যাত্রা শুরু করবে।যাত্রীদের যাত্রার আগে স্টেশনে স্যানিটাইজ করা হবে। থার্মাল চেকিং হবে। মুখে মাস্ক পরে ট্রেনে সফর করতে হবে। আরোগ্য সেতু অ্যাপ দেখা হবে। টিকিট চেকিং স্টাফ দের সকলকে মাস্ক, ফেস শিল্ড সহ যাবতিও সুরক্ষামূলক বস্তু সরবরাহ করা হবে।
এদিকে এদিন আলিপুরদুয়ার জংশন স্টেশনে দিল্লি গামী ট্রেনে ১৫৯ জন যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে রেল থেকে জানা গেছে, আলিপুরদুয়ারে নির্দিষ্ট স্টেশনগুলিতে যাত্রার দিনে ন্যূনতম এক ঘন্টা তিরিশ মিনিট আগে যাত্রীদের স্টেশনে এসে রিপোর্ট করতে হবে। সব যাত্রীকে ধারাবাহিক ভাবে চেকিং করার পর তারপরই ট্রেনে উঠতে দেওয়া হবে। বিনা চেকিংয়ে কোনও যাত্রী ট্রেনে উঠতে পারবেন না। সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টি টিকিট কেটে রাখা সকল যাত্রীদের মাথায় রাখতে হবে। যাত্রীদের কাছে এদিন ট্রেন সফরের পুরো সময়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার রাখার আবেদন করা হয়েছে রেলের তরফে।
রেলের তরফে জানা গেছে, প্রতিটি ট্রেন সফরের আগে ও পরে স্যানিটাইজ করার প্রক্রিয়া চলবে। এদিকে করোনার আবহে রাজ্যের ভেতর, দেশের মধ্যে ট্রেন চলাচল শুরু হওয়ার ফলে কিছু যাত্রী হয়তো প্রকৃতই উপকৃত হবেন। তবে ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটবে নাত?স্বাভাবিক প্রশ্নটিও উঠে এসেছে বিভিন্ন মহল থেকে।