দুর্ঘটনাগ্রস্থকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে মানবিকতার পরিচয় দাঁতনের বিধায়কের

জে মাহাতো, মেদিনীপুর, ১১ জানুয়ারি: ৬০ নম্বর জাতীয়সড়কে দুর্ঘটনাগ্রস্ত জখম বাইক আরোহীকে নিজ দায়িত্বে উদ্ধার করে নিজের গাড়িতে চাপিয়ে হাসপাতালে পৌঁছে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। প্রসঙ্গত সোমবার বেলদাতে রেলের বিরুদ্ধে একটি বিক্ষোভ সামিল হয়েছিলেন বিধায়ক। বিক্ষোভ কর্মসূচি সেরে দাঁতনে বাড়ি ফেরার পথে কেশিয়াড়ি থানার কলাবনীতে দেখতে পান দুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক বাইক আরোহী যুবক। তড়িঘড়ি গাড়ি থেকে নেমে সেই যুবককে উদ্ধার করে নিজের গাড়ি তে চাপিয়ে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন।

আহত যুবকের নাম তাপস মুদি বয়স ৩৩ বছর। বাড়ি বেলদা থানার রানীসরাইতে। আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেদিনীপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে বিধায়কের এই মানবিক অবস্থান প্রশংসার দাবি রাখে। যদিও বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান জানান, এটা কোনও কৃতিত্বের কাজ নয় এটা তাঁর কর্তব্য। যুবকটি দ্রুত সুস্থ হয়ে উঠুন এটাই তিনি চান।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here