অভিষেকের পর মদন, শুভেন্দুকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ

আমাদের ভারত, সোনারপুর, ২৫ জানুয়ারি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার শুভেন্দু অধিকারীকে তোলাবাজ বলে আক্রমন করলেন তৃণমূল নেতা মদন মিত্র। রবিবার সন্ধ্যায় দক্ষিন ২৪ পরগনার সোনারপুরে একটি পথসভায় যোগ দিয়ে শুভেন্দুর বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন মদন মিত্র।

রবিবার দুপুরে কুলতলির সভা থেকে সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠি প্রকাশ করে অভিষেক বলেছিলেন, “তোলাবাজ কে? ঘুষখোর কে? দু নম্বরি কে? মির্জাফর কে? মানুষের সাথে বেইমানি করেছে কে? দশ বছর খেয়ে মধু মির্জাফর এখন সাজছে সাধু।” এদিনের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেছিলেন, “আমি প্রমান দিচ্ছি ওর বিরুদ্ধে। আমার বিরুদ্ধে প্রমাণ দে, আমি ফাঁসি কাঠে ঝুলে মৃত্যু বরণ করে নেবো। তুই করবি মৃত্যু বরণ? কথায় কথায় বলে লড়াইয়ের ময়দানে দেখা হবে! এইতো লড়াইয়ের ময়দান, জনগনের সামনেই লড়াই হোক। আমি মানুষের সামনে জনতার দরবারে দাঁড়িয়ে সুদীপ্ত সেনের চিঠি নিয়ে প্রমাণ দিচ্ছি, ও ছয় কোটি টাকা নিয়েছে।”

মদন মিত্রও অভিষেকের সুরে সুর মিলিয়ে শুভেন্দু অধিকারীকে তোলাবাজ বলেন। পাশাপাশি তিনি আরও বলেন, চিটফান্ড কাণ্ডে সারদার কর্ণধারের লেখা চিঠিতে দ্বিতীয় নাম মুকুল রায় এবং তৃতীয় নাম সুজন চক্রবর্তীর রয়েছে। সেখানে মদন মিত্রের বিরুদ্ধে তোলাবাজির কোনও কথাই সুদীপ্ত সেন লেখেননি। তাহলে কেন তাঁকে ২৩ মাস বন্দী হয়ে থাকতে হয়েছিল? এসবের পাশাপাশি তিনি আরও বলেন, “শুভেন্দু যদি মায়ের লাল হতিস, দিলীপ ঘোষ যখন জুতো মুখের দিকে তুলেছিল আমি হলে কলার ধরে মঞ্চ থেকে নামিয়ে দিতাম।”

বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই রাজ্যের যুযুধান দুই পক্ষ তৃণমূল ও বিজেপি একে অপরের দিকে কাদা ছোঁড়াছুড়ি শুরু করেছে। এরই মধ্যে সারদা কর্তার চিঠি হাতে নিয়ে শুভেন্দু অধিকারী, শোভন চট্টোপাধ্যায়, মুকুল রায়ের দিকে আরও বেশি করে আক্রমন শানাতে শুরু করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here