আদ্রায় পদযাত্রা ও সভা শেষে তৃণমূলকে হুংকার বিজেপি নেতার

সাথী দাস, পুরুলিয়া, ২৯ মে: রাজ্যজুড়ে খুন ধর্ষণ, চুরি ও সন্ত্রাসের প্রতিবাদে আদ্রায় পদযাত্রা করল বিজেপি। সোমবার বিকেলে স্থানীয় পলাশকলা এলাকার কল পাড়া থেকে পদযাত্রা শুরু হয়। শেষ হয় আদ্রা বাস স্ট্যান্ডে। সেখানেই পথ সভা করে বিজেপি। যদিও পরে বিজেপি এই কর্মসূচির অভিমুখ বদলে স্থানীয় ইস্যু কেন্দ্রিক হয়ে যায়। মিছিলে কাশীপুর ও রঘুনাথপুরের বিধায়করা ছাড়াও জেলা নেতৃত্ব অংশ নেন। মিছিলে ছিলেন না জেলা সভাপতি, সাংসদ ও অন্যান্য বিধায়করা। এই বিষয়টিকে আমল দিতে চায়নি বিজেপি।

পদযাত্রায় দেওয়া স্লোগানের মুখ্য ছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন কাশীপুরের বিধায়ক কমলাকান্ত হাঁসদা, রঘুনাথপুরের বিধায়ক বিবেকানন্দ বাউরি, জেলা বিজেপির সহ-সভাপতি গৌতম রায়, জেলা সম্পাদক রাজেশ চিন্না সহ অন্যান্য নেতৃত্ব। পথসভা শেষে সহ সভাপতি গৌতম রায় বলেন, “তৃণমূলের হয়ে কাজ করছেন আদ্রা থানার আইসি। এর ঠিকুজি কুষ্ঠি নিয়ে তিহার জেলে পাঠানোর ব্যবস্থা করছি। এই আইসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। আমাদের সভা করার অনুমতি দেয় না। আর তৃণমূলের দাসত্ব করেন। তৃণমূলের সব দুর্নীতির বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন উৎখাত করার জন্য।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here