বিক্ষোভের পর বাড়ছে ছত্রধরের নিরাপত্তা 

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৪ ডিসেম্বর: বঙ্গধ্বনি  যাত্রায় গ্রামে ঢোকার মুখে গ্রামবাসীরা বাধা দেওয়ায়  বাড়ানো হচ্ছে ছত্রধর মাহাতোর নিরাপত্তা ব্যবস্থা। সোমবার বঙ্গধ্বনি যাত্রায় বিক্ষোভের মুখে পড়ার বিষয়টি ছত্রধর মাহাতো গুরুত্ব দিতে না চাইলেও তা নিয়ে শাসক দলের ভেতরে পর্যালোচনা শুরু হয়েছে। ছত্রধর মাহাতোকে দেখে বিক্ষোভ দেখানোর পেছনে শুভেন্দু অনুগামীদের হাত রয়েছে নাকি দলেরই একটি অংশ বিক্ষোভ দেখিয়েছে তা নিয়ে আলোচনা চলছে দলের মধ্যে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে ছত্রধরের নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা তৃণমূল সূত্রে জানা গেছে, সোমবার ঝাড়গ্রাম ব্লকের পাটাশিমুল গ্রামে তার বিক্ষোভের মুখে পড়ার বিষয়টি ছত্রধর মাহাতো কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন। জানাগেছে, ছত্রধর মাহাতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন, সিপিএম এবং বিজেপির লোকজন তাকে দেকে ওই গ্রামে বিক্ষোভ দেখিয়েছে। ছত্রধর মাহাতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে এরকম জানালেও জেলা তৃণমূল নেতৃত্ব ঘটনার পিছনে শুভেন্দু অনুগামীদের হাত রয়েছে বলে মনে করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রধর মাহাতোকে রাজ্য সম্পাদক পদে বসানোর এবং শুভেন্দু অধিকারী দল ছেড়ে চলে যাওয়ার পর তার সভায় নিজে ডেকে নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রধর মাহাতোকেই জঙ্গলমহলের মুখ হিসেবে তুলে ধরার ইঙ্গিত দিয়েছেন। এজন্য দলে ছত্রধর মাহাতোর গুরুত্ব বাড়ছে ক্রমশ। ছত্রধরের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে দলের একাংশের ক্ষোভ থাকলেও তা এতদিন প্রকাশ হয়নি। কিন্তু সোমবার পাটাশিমুল গ্রামের বাসিন্দারা “খুনি ছত্রধর মাহাতো দূর হটো” লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখান। এরপরেই ছত্রধরের নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়েন জেলার তৃণমূল নেতৃত্ব।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here