কেশপুরে সঞ্জয়কে সরিয়ে শিউলি অনুগামী উত্তম হলেন ব্লক সভাপতি

আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ জানুয়ারি: কেশপুরের ব্লক তৃণমূল সভাপতি সঞ্জয় পানকে পদ থেকে সরিয়ে দেওয়া হল। তার জায়গায় আনা হয়েছে বিধায়ক শিউলি সাহার অনুগামী উত্তম ত্রিপাঠীকে। সঞ্জয়কে জেলা সম্পাদক পদে পুনর্বাসন দেওয়া হয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সূত্রে জানা গেছে,  সঞ্জয় পানের বিরুদ্ধে মেদিনীপুর শহরে বিশাল বাড়ি ও কেশপুরে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করা এবং পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড় করানোর মতো অভিযোগ  দলকে বেশ অস্বস্তিতে ফেলেছিল। দলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীও তা মেনে নিতে পারেননি। এইসব অভিযোগগুলি তিনি দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের  গোচরে আনেন। এর পরেই সঞ্জয়কে ব্লক সভাপতির পদ থেকে সরানোর বিষয়ে দল সীলমোহর দেয়। এ বিষয়ে দলনেত্রীকে প্রভাবিত করেন পিকে।

পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের এক নেতা বলেন, সঞ্জয়ের উপর মানুষের ক্ষোভ ক্রমশ বাড়তে থাকায় কেশপুরের মানুষ এবং দলের কিছু নেতাকর্মী বিজেপির দিকে ঝুঁকছেন। কেশপুরের বিধায়ক শিউলি সাহার উদ্যোগে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয় এবং সেই উদ্দোগ অনেকটা সফলও হয়। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী বিধায়ক শিউলি সাহাকে বিশেষ গুরুত্ব দিয়ে ব্লক সভাপতি পদে বসান তারই অনুগামী উত্তম ত্রিপাঠীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *