করোনাকে হারিয়ে সঞ্জীবন হাসপাতাল থেকে ১০১ জন ফিরলেন বাড়ি

আমাদের ভারত, হাওড়া, ২৯ মে: সারা দেশের পাশাপাশি এই রাজ্যেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ২৭৭ জন নতুন করে আক্রান্ত হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। যদিও এর মধ্যে খুশির খবর শুক্রবার হাওড়া জেলার অন্যতম কোভিড হাসপাতাল সঞ্জীবন থেকে ১০১ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। এদিন দুপুরে হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্য কর্মীরা গান গেয়ে হাততালি দিয়ে করোনা জয়ীদের শুভেচ্ছা জানান। এদিন ছাড়া পাওয়া করোনা জয়ীদের মধ্যে ৫৪ জন মহিলা ৪২ জন পুরুষ ও ৫ জন শিশু।

হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত হাসপাতাল থেকে ৩৫৪ জন করোনা জয়ীকে বাড়ি পাঠানো হল। যাদের মধ্যে ২০১ জন পুরুষ,১৩১ জন মহিলা ও ২২ জন শিশু আছে। অন্যদিকে এদিন করোনা যোদ্ধাদের অভিনন্দন জানাতে হাসপাতালে উপস্থিত ছিলেন ডা: নির্মল মাজি, বিধায়ক ইদ্রিস আলি, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়, উলুবেড়িয়ার মহকুমাশাসক তুষার সিংলা। করোনা মোকাবিলায় এই কঠিন পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের পরিশ্রমের প্রশংসা করেন মন্ত্রী থেকে বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *