আইসিডিএস কর্মীদের ২২ দফা দাবি নিয়ে হাবড়া বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৭ অক্টোবর: রাজ্য সরকার থেকে বঞ্চিত। দীর্ঘ দিন ধরে সরকারি দফতরের কড়া নাড়িয়েও কোনও কাজ হয়নি। তাই বাধ্য হয়ে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভে দেখান আইসিডিএস কর্মীরা। ঘটনাটি উত্তর ২৪ পরগানার হাবড়ার।

বুধবার হাবড়ার ২ নম্বর ব্লকের আইসিডিএস কর্মীরা ২২ দফা দাবি নিয়ে হাবড়া ২ নং বিডিও অফিস ঘেরাও করে প্রায় এক ঘণ্টা পর বিডিও আধিকারিকের হাতে স্মারকলিপি জমা দেয়। তাঁদের অভিযোগ, দীর্ঘ ৪৫ বছর ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা কাজ করে চলেছেন। তাদের যে মাসিক বেতন দেওয়া হয় তা খুবই সামান্য। অবিলম্বে বেতন বৃদ্ধি করতে হবে। অবসরকালীন পেনশন ব্যবস্থা চালু করতে হবে। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় যে তিন লাখ টাকার ঘোষণা করেছেন সেটাকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করতে হবে। এছাড়াও যে কর্মীদের কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছে তাঁদের পরিবারকে সাহায্য করতে হবে। এছাড়াও মোট ২২ দফা দাবিতে হাবড়া ২নং বিডিও অফিস ঘেরাও কর্মসূচি চালান। প্রায় এক ঘণ্টা পর ভিডিওর হাতে স্মারকলিপি তুলে দেন। ভিডিওর আশ্বাসে তারা এদিনের ঘেরাও অবরোধ তুলে নেন। তাদের দাবি, আমাদের এই দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *