মিড ডে মিলে পোকা ধরা চাল, ওজনেও কম দেওয়ার অভিযোগে বাগদায় আইসিডিএস কেন্দ্রে বিক্ষোভ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ জুন: মিড-ডে মিলের চালের ড্রামের মুখ খুলতেই কিলবিল করছে কালো পোকা। বেশির ভাগ চালই পচে, গুঁড়ো হয়ে গেছে। এছাড়াও ডেট পেরিয়ে যাওয়া সরিষার তেল। এমনকি ওজনেও কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। এর প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখায় গ্রামবাসী ও পড়ুয়ারা। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বাগদা থানার খর্দ্দ কুলবেড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ছাত্রদের একাংশের দাবি, এই চালেরই ভাত খেতে হয় তাদের। যদিও অভিযোগ মানেননি সহায়িকা। তাঁদের বক্তব্য, যে চালে পোকা ধরেছে তা তিনি জানতেন না।

নানা দুর্নীতির প্রতিবাদ করলেই অঙ্গনওয়াড়ির সহিকার সঙ্গে গোলমাল বাধে অভিভাবকদের একাংশের। এই চাল ডাল খেলে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়বে। এদিন বাগদা খর্দ্দকুলবেড়িয়া আইসিডিএস কেন্দ্রে পোকাধরা চাল, ডাল দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। অভিভাবকদের, অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা পোকা ধরা চাল দিচ্ছিল শিশুদের। এর প্রতিবাদে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়ে চাল ও ডাল দেওয়া বন্ধ করে দেয়। উত্তেজনা ছড়ায় এলাকায়। এলাকার মানুষের দাবি, নিম্নমানের চাল, ডাল দেওয়া হচ্ছিল এবং পরিমাণেও কম দেওয়া হচ্ছিল। অঙ্গনওয়াড়ি কর্মীকে এখান থেকে সরিয়ে দেওয়ার দাবিও তোলেন গ্রামবাসীরা।

বাগদার সিডিপিও দিবাকর মিত্র বলেন, তিনি এই ঘটনা শুনেছেন, দ্রুত ওই কেন্দ্রের চাল, ডাল পরিবর্তন করার আশ্বাস দেন। তিনি বলেন, চাল ডাল কোনও জায়গায় কম দেওয়ার কথা নয় যদি কোনও অঙ্গনওয়াড়ি কর্মী এরকম কাজ করে থাকেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *