বঞ্চনার অভিযোগে বিজেপি সংখ্যালঘু সেলের অবস্থান বিক্ষোভ পুরুলিয়ায়

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ৩ ফেব্রুয়ারি: ‘আর নয় অন্যায়’ ব্যানারে বঞ্চনার অভিযোগ তুলে পুরুলিয়ার জেলাশাসকের দফতরের বাইরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি সংখ্যালঘু সেল। প্রায় এক ঘন্টা প্রতিবাদ বিক্ষোভের পর জেলাশাসকের উদ্দেশ্যে একটি স্মারকলিপি জমা দেন সেলের নেতৃত্ব। বিজেপির জেলা সম্পাদক আব্দুল আলীম আনসারীর অভিযোগ, “শুধু ভোট পাওয়ার স্বার্থে ব্যবহার করে তৃণমূল। বর্তমান রাজ্য সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সংখ্যালঘু সম্প্রদায়। যার ফলে পিছিয়ে পড়ছেন তাঁরা। তাই সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়ন ও সমস্ত সুযোগ সুবিধা আদায়ের লক্ষ্যেই এই বিক্ষোভ প্রতিবাদ।”

জেলায় মোট জনসংখ্যার ৭.৮ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত। এর মধ্যে ৫ শতাংশের বেশি বিজেপি দলের সমর্থক বলে দাবি আব্দুল আলীমের।

এদিন ওই সেলের উদ্যোগে পুরুলিয়া শহরে আয়োজিত মিছিলে যোগ দেন বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, জেলা সংখ্যা লঘু সেলের পর্যবেক্ষক আকবর হুসেন, সেলের জেলা সভাপতি আব্দুল গফর আনসারী, বিজেপি জেলা সহ সভাপতি বিনোদ তেওয়ারী, জেলা নেতা গৌতম রায় প্রমুখ।

এদিন সংখ্যালঘুদের মিথ্যে মামলায় ফাঁসালে জেলাশাসক কার্যালয়ে অনশনে বসার হুমকি দেন বিজেপি নেতারা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here