কাজের দাবিতে ডিওয়াইএফআই’য়ের বিক্ষোভ হাওড়ায়

আমাদের ভারত, হাওড়া, ৩ ফেব্রুয়ারি: বেকার যুবক যুবতীদের বেকার ভাতা ও কাজের দাবিতে হাওড়ার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে তালা লাগিয়ে দেওয়ার পাশাপাশি উলুবেড়িয়ায় পথ অবরোধে সামিল হল 
ডিওয়াইএফআই। বুধবার দুপুরে তারা এই কর্মসূচিতে সামিল হয়। এদিন দুপুরে তারা ডিওয়াইএফআইয়ের জেলা অফিস থেকে মিছিল করে হাওড়া ময়দান ও উলুবেড়িয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যান। সেখানে তালা ঝুলিয়ে দেন। তারপর সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন। এই কর্মসূচিতে পুলিশের সঙ্গে মৃদু ধস্তাধস্তিও হয় তাদের।

নিজেদের দাবিদাওয়া সম্পর্কে সংগঠনের নেতারা জানান, অবিলম্বে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস চালু করতে হবে। রেজিস্ট্রিকৃত বেকার যুবক যুবতীদেকে ছ’হাজার টাকা করে ভাতা দিতে হবে, উলুবেড়িয়া ও হাওড়া দুটি ডিভিশনের কতজন রেজিস্ট্রিকৃত বেকার যুবক যুবতী আছে ব্লক ভিত্তিক পূর্ণাঙ্গ তালিকা তাদের হাতে দিতে হবে। কারা কারা ভাতা পাচ্ছে তার তালিকাও দেওয়ার দাবি জানান সংগঠনের নেতারা। এর পাশাপাশি অবিলম্বে বেকার যোগ্য যুবক যুবতীদের চাকরির আহ্বান করার পাশাপাশি সুন্দর ব্যবস্থাপনা  করার দাবিও তোলা হয়। পরে তারা তাদের দাবিদাওয়া সংক্রান্ত একটি স্মারকলিপি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের কাছে জমা দেন।

অন্যদিকে এদিন একই দাবিতে উলুবেড়িয়ায় বিক্ষোভ দেখানো হয় পাশাপাশি রাস্তা অবরোধ করে সংগঠনের কর্মী সমর্থকরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here