সাথী দাস, পুরুলিয়া, ২৫ জুন: কাজের দাবিতে পুরুলিয়ার রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে বিক্ষোভ অবস্থান করলেন জমিদাতারা। রঘুনাথপুর-২ ব্লকের অবস্থিত দামোদর ভ্যালি কর্পোরেশনের এই তাপবিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর প্রবেশ পথের সামনে টানা চার ঘন্টা অবস্থান-বিক্ষোভ করেন তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, ডিভিসি কর্তৃপক্ষ প্রতিশ্রুতির খেলাপ করছে। জমিদাতাদের মধ্যে যোগ্য ও দক্ষ কর্মী থাকা সত্ত্বেও ভিন জেলা থেকে অন্যায় ভাবে কর্মী নিয়োগ করছে। অবিলম্বে জমিদারদের মধ্যে থেকে কর্মী নিয়োগ না করলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। এদিন সকাল থেকে টানা চার ঘন্টা প্রবেশ পথ অবরোধ করে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা। বিক্ষোভকারীরা রঘুনাথপুর মহকুমার নীলডি, দূর্মুট, নবগ্রাম, ঘুটতোড়া, রায়বাঁধ, গুনিয়াড়া নাড়াগড়িয়া প্রভৃতি গ্রাম থেকে জমায়েত হন।
আন্দোলনকারীদের নেতৃত্ব দেওয়া স্থানীয় তৃণমূল নেতা স্বপন মেহতা ও জমি হারা কমিটির বিকাশ বাউরী জানান, ‘কর্তৃপক্ষ প্রতিশ্রুতি মত কর্মী নিয়োগ করছে না। নিজেদের স্বার্থে অন্যায় ভাবে বহিরাগতদের নিয়োগ করাচ্ছেন। এটা আমরা বরদাস্ত করব না।’ এদিন অবশ্য নিজে থেকেই বিক্ষোভকারীরা কর্মসূচি স্থগিত রাখেন।
কর্মী নিয়োগ সংক্রান্ত অভিযোগের বিষয়ে ডিভিসি কর্তৃপক্ষের কোনো বক্তব্য বা মতামত পাওয়া যায়নি।