ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে বিজেপি যুব মোর্চার পুরসভা অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি, আটক অগ্নিমিত্রা সহ একাধিক

আমাদের ভারত, ৩ নভেম্বর: বিজেপি যুব মোর্চার কলকাতা পৌরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার কান্ড হয় বৃহস্পতিবার। ডেঙ্গি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগে এদিন দুপুরে পুরসভা অভিযান করে বিজেপির যুব মোর্চা। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেধে যায়। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ ইন্দ্রনীল খাঁ সহ বেশ কিছু বিজেপি কর্মীকে আটক করা হয়।

এই ঘটনার ফলে যানজটে সেন্ট্রাল এভিনিউ’য়ের একাংশ অবরুদ্ধ হয়ে যায়। রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মীরা। পুলিশ তাদের উঠে যেতে বলে, কিন্তু পুলিশের কথায় কর্ণপাত করেনি বিজেপি কর্মীরা। অভিযোগ, বল প্রয়োগ করেই বিজেপি কর্মীদের অবস্থান তোলে পুলিশ। বিজেপির বিক্ষোভ কর্মসূচির জেরে ধর্মতলার মুখে রাস্তা অবরুদ্ধ হয়।

বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, কয়েক মাসের মধ্যে ডেঙ্গি যেভাবে বেড়েছে তাতে রাজ্য সরকারের উদাসীনতার পরিচয় মেলে। বহু মানুষ আক্রান্ত হয়েছেন। কলকাতায় ৫০ জন মারা গিয়েছেন। কোভিডের সময় যেভাবে রাজ্য সরকার তথ্য গোপন করেছিল, এবারও তাই হচ্ছে। কতজন আক্রান্ত হয়েছেন কতজন মারা গিয়েছেন কেউ জানে না। বিজেপি নেত্রীর দাবি, সব তথ্য সরকারের ওয়েবসাইটে জানানো হোক।

অগ্নিমিত্রা সহ বেশ কিছু বিজেপি নেতাদের আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। ডেঙ্গি নিয়ে কলকাতা পৌরসভার মেয়রকে স্মারকলিপি জমা দিতে চেয়েছিল বিজেপি যুব মোর্চা। কিন্তু যোগাযোগ ভবনের সামনে তাদের মিছিল আটকে দেয় পুলিশ। বিজেপি যুব মোর্চার এক কর্মী গুরুতর আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। তাকে হাসপাতালে ভর্তিও করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *