
আমাদের ভারত, ২৮ নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘দুর্যোধন-দুঃশাসন’ বলে কটাক্ষ করেছেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। এই মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
সাবিত্রীকে বরখাস্ত করা হোক— সোমবার এই দাবি জানিয়েছেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, ‘‘কোন সাহসে উনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে এ কথা বললেন। ওঁকে ক্ষমা চাইতে হবে। শাস্তি চাই। সাহস কোথা থেকে পাচ্ছেন? সাহস দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’’ সাবিত্রী মিত্রের নামে বিভিন্ন থানায় এফআইআরও দায়ের করা হবে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা।
রাষ্ট্রপতি সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জেরে নিন্দিত হয়েছিলেন রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এ বার দেশের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে তৃণমূলের আরও এক বিধায়কের মন্তব্যের বিরোধিতা করে সুর চড়াল বিজেপি।