নারী ও শিশু পাচারে সারাদেশে পশ্চিমবঙ্গ প্রথম, দাবি অগ্নিমিত্রা পালের

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৩ ডিসেম্বর:
নারী নির্যাতনে পশ্চিমবঙ্গ সবার ওপরে। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতায় চা চক্রের কর্মসূচিতে যোগ দিয়ে এই দাবি করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। আর নারী পাচারের জন্য সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করেন তিনি।

অগ্নিমিত্রা পাল বলেন, রাজ্যে ক্রমেই বাড়ছে নারী নির্যাতন। শিশু পাচারও বাড়ছে। কলকাতা হাইকোর্টও শিশু পাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারপরও রাজ্য সরকার শিশু পাচার চক্রগুলিকে গ্রেফতার করার জন্য সক্রিয় হয়নি। তাঁর আরও অভিযোগ নারী নির্যাতনের ঘটনার সঠিক তথ্য কেন্দ্র কে দিচ্ছে না রাজ্য সরকার। সঠিক তথ্য দিলে রাজ্যের প্রকৃত চিত্র উঠে আসবে। ২০১৮ সাল থেকেই রাজ্যের নারী নির্যাতনের তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। প্রকৃত তথ্য না দিলেও মানুষ সবটাই ধরে ফেলেছেন। সেই জন্য মানুষ আর এই সরকারকে একদিন ও চাইছে না। আগামী বিধানসভা নির্বাচনে নারী নির্যাতন ও শিশু নির্যাতনের বিরুদ্ধে মানুষ ভোট দেবে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here