সিপিএমের মুখপত্র “গণশক্তি”কে চীনের দালাল বলে কটাক্ষ করলেন মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২০ জুন : সিপিএমের মুখপত্র গণশক্তিকে চীনের দালাল বলে কটাক্ষ করলেন মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। শনিবার সিপিএমের মুখপত্র গণশক্তির অফিস ঘেরাও করার কর্মসূচি নেয় রাজ্য বিজেপির মহিলা সংগঠন। ঘেরাও কর্মসূচিতে উপস্থিত হয়ে এইকথা বলেন মহিলা মোর্চার সভানেত্রী। তিনি অভিযোগ করেন, গণশক্তি কাগজে ভারতীয় সেনাকে আগ্রাসী বলা হয়েছে। এমনকি লাদাখে ভারতীয় সেনা প্রথম চীনা সীমান্তে প্রবেশ করেছে বলে গণশক্তি কাগজে লেখা হয়েছে। দেশের মাটিতে থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে লেখার জন্য এদিন গণশক্তি অফিস ঘেরাও করতে মহিলা মোর্চার সদস্যরা মিছিল করেন।

গণশক্তি ভবনের দিকে মহিলা মোর্চার মিছিল এগিয়ে যেতেই কলকাতা পুলিশ বাধা দেয়। তারপরেই মহিলা মোর্চার সদস্যাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের বাধা টপকে মিছিল গণশক্তি ভবনের দিকে এগিয়ে যেতেই গ্রেফতার করা হয় মহিলা মোর্চার সদস্যাদের। দলের মহিলা মোর্চার সদস্যাদের গ্রেফতারের প্রতিবাদ জানান অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, ইতিহাসের পুনরাবৃত্তি করল বামেরা। ৬২ সালের যুদ্ধের সময় বামেরা চীনের সমর্থনে গলা ফাটিয়েছিল। এবারও গণশক্তি কাগজে দেশের সেনার বদনাম করে চীনকে বামেরা সাহায্য করছে বলে অভিযোগ করলেন অগ্নিমিত্রা পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *