রক্তসঙ্কট মেটাতে আতঙ্কের মধ্যেই কলকাতায় শিবির করল আহিরাটোলা যুবকবৃন্দ

নীল বনিক, আমাদের ভারত, ২৯ মার্চ: রাজ্যের রক্ত সংকটে এগিয়ে এল কলকাতার আহিরাটোলা যুবকবৃন্দ ক্লাব। রবিবার লকডাউনের মধ্যেই উত্তর কলকাতার শ্যামপুকুর বিধানসভার কুড়ি নম্বর ওয়ার্ডে এই ক্লাবটি রক্তদান করে। করোনা ভাইরাসের আতঙ্কের জন্য স্বাস্থ্য দফতর থেকে বিশেষ অনুমতি নিতে হয় রক্তদান শিবির করার জন্য। আর তা করেই সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাবটি রক্তদানের মতো মহৎ কাজ করেছে বলে জানান রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

শশী পাঁজা বলেন, দু’বেলা মিলিয়ে ৬০ জনের কাছাকাছি মানুষ রক্তদান করেছেন। আমি সেইসব মানুষকে রাজ্য সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। করোনার মতো আতঙ্কের আবহে মানুষ রক্তদিতে এগিয়ে এসেছে। আহিরাটোলা যুবকবৃন্দের এমন কাজ সত্যিই প্রশংসনীয় বলে জানান রাজ্যের মন্ত্রী। তবে করোনা নিয়ে অহেতুক রাজ্যবাসীকে আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছেন শশী পাঁজা। তিনি বলেন, মানুষ সচেতন হলেই এই ভাইরাসটি দূর হবে। সেইজন্য মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রাজ্যের বাসিন্দাদের লকডাউন মানার অনুরোধ করেন শশী পাঁজা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here