পরিযায়ী শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল এআইডিএসও

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ মে: খড়্গপুরের ছ’নম্বর জাতীয় সড়কের ওপর চৌরঙ্গীর কাছে প্রতিদিন বিভিন্ন রাজ্য থেকে দলে দলে এসে পৌঁছাচ্ছে পরিযায়ী শ্রমিকরা। হেঁটে কিংবা ট্রাকে, বাসে গাদাগাদি হয়ে অভুক্ত ও পরিশ্রান্ত অবস্থায় ফিরছেন তারা।

ছাত্র সংগঠন এআইডিএসও-র পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে তাদের জন্য গত কয়েক দিন ধরে সাধ্য অনুযায়ী কিছু খাদ্য সামগ্রী এবং পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। এখনও পর্যন্ত পাঁচ শতাধিক পরিযায়ী শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

প্যাকেটে করে দেওয়া হচ্ছে চিঁড়া, পাউরুটি, দুটি কলা, ওআরএস এবং পানীয় জলের বোতল। এই পরিযায়ী শ্রমিকদের খাদ্যের ব্যবস্থা করা  এবং তাদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে সংগঠনের পক্ষ থেকে দাবি জানান হয়েছে বলে ছাত্রসংগঠনটির পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্ব জানিয়েছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here