নয়া সমীকরণ! ভোগ্রাম সিনিয়ার হাই মাদ্রাসার পরিচালন সমিতির ভোটে রাজনীতির ময়দানে আত্মপ্রকাশ “মিম” এর

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১ ডিসেম্বর: নয়া রাজনৈতিক সমীকরণের আত্মপ্রকাশ উত্তর দিনাজপুরে। হেমতাবাদ থানার ভোগ্রাম সিনিয়ার হাই মাদ্রাসার পরিচালন সমিতির ভোটে একদিকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠল বাম কংগ্রেস জোট প্রার্থীকে গোপনে সমর্থন করার। অপরদিকে এই নির্বাচনেই রীতিমতো প্রার্থী দিয়ে উত্তর দিনাজপুরের রাজনীতির ময়দানে আত্মপ্রকাশ করলো মিম (AIMIM)।

স্থানীয় বিজেপি নেতৃত্ব জোটকে সমর্থনের কথা অস্বীকার করেছেন, পাশাপাশি এনআরসি ইস্যুতে সাংগঠনিক সমস্যা সহ জন সমর্থন কমার কথা স্বীকার করেছেন।

উত্তর দিনাজপুরের রাজনৈতিক মঞ্চে আত্মপ্রকাশ করলো মিম (AIMIM)। হেমতাবাদের ভোগ্রাম সিনিয়ার মাদ্রাসা নির্বাচনে রীতিমতো প্রার্থী দিয়ে শুরু হল তাদের লড়াই। জোট নেতৃত্বের দাবি তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী মিমের ব্যানারে লড়ছেন। মিম নেতৃত্ব অবশ্য সেই তথ্য মানতে নারাজ।

তৃণমূল কংগ্রস নেতৃত্বের দাবি বিজেপির সংগঠন থাকলেও তারা জোটের সাথে গাটছড়া বেঁধে লড়ছে৷ অভিযোগ অস্বীকার করছে বিজেপি নেতৃত্ব।

সব মিলিয়ে নয়া রাজনৈতিক সমীকরণের আত্মপ্রকাশ উত্তর দিনাজপুরের রাজনৈতিক ময়দানে৷

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here