সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী সম্বন্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, মালদায় গ্রেফতার মিম নেতা মতিউর রহমান

আমাদের ভারত, মালদা, ৫ ডিসেম্বর: সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মুখ্যমন্ত্রী সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে জেলা মিম নেতা মতিউর রহমানকে গ্রেফতার করল চাঁচোল থানার পুলিশ। গতকাল রাতে চাঁচোলের তৃণমূলের সহ-সভাপতি ইমদাদুল হক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মুখ্যমন্ত্রী সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে চাঁচোল থানার খানপুর এলাকায় নিজের বাড়ি থেকে গ্রেফতার হয় মিম নেতা মতিউর রহমান। আজ তাকে চাঁচোল মহকুমা আদালতে পেশ করা হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ৬৭ আইটি অ্যাক্ট ৫০৪ এবং ৫০৯ আইপিসি ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। যদিও কি কারণে গ্রেপ্তার তা জানেন না বলে জানিয়েছেন মিম নেতা আমির হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *